মেহেরপুর নিউজ, ১৬ নভেম্বর:
প্রায় ২০ ঘন্টা বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে মেহেরপুরের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। মেহেরপুর জেলা পুলিশের হস্তক্ষেপেই এই বাসচলাচল শুরু হয় বলে জানিয়েছে মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান। উল্লেখ্য, নতুন সড়ক আইনের প্রতিবাদে পূর্ব ঘোষনা ছাড়াই শুক্রবার সকাল থেকে বাস চলাচর বন্ধ করে দেয় চালকরা।
মেহেরপুরের বাস চালক শ্রমিকদের দাবী, মোটরযান চালকদের পাশাপাশি ইজিবাইক,আলগামন, পরিমন, করিমনসহ শ্যালো ইঞ্জিন চালিত সকল যানবাহনের চালকদের কেউ এই আইনের আওতায় আনা হউক।
আজ শনিবার সকালে জেলা বাস টার্মিনাল থেকে আল বারাকা পরিবহন নামের একটি বাস চুয়াডাঙ্গার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার মধ্য দিয়েই বাস চলাচল শুরু হয়। এসময় মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মতিয়ার রহমান মেহেরপুর নিউজকে বলেন, ১৫ নভেম্বর শ্রমিক পরিবহন আইন ২০১৮ কার্যকর হওয়ায় আতংকিত হয়েই শুক্রবার বাস চালাইনি চালকরা। আজ থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।
মেহেরপুর পুলিশের এটিএসআই জালালউদ্দিন মেহেরপুর নিউজকে বলেন,নতুন পরিবহন আইনকে ভয় পেয়েই চালকরা গাড়ি চালানো বন্ধ করে দেয়। তিনি বলেন, আইন একা পুলিশের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে, তাহলেই আইন বাস্তবায়িত হবে।