মেহেরপুর নিউজ:
মেহেরপুরে হাট বাজারে ঝাল, পেঁয়াজ থেকে শুরু করে সবজির বাজারে আগুনের ভাব কিছুটা কমতে শুরু করেছে। বাজারের শীতের আগাম শাকসবজি উঠতে শুরু করায় গত সপ্তাহের চেয়ে দাম কিছুটা অন্তত কমতে শুরু করেছে ।
অন্যান্য বছরে বর্ষার মৌসুমে কাঁচা ঝালের মূল্য বৃদ্ধি পেলেও এত দীর্ঘ সময় ধরে কাঁচা ধানের মূল্য বৃদ্ধি ইতোপূর্বে কখনো দেখা যায়নি। বর্তমানে মেহেরপুরে কাঁচাঝাল পাইকারি ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে ওঠানামা করলেও শহরের আশেপাশের হাটগুলোতে তা ১শ ৫০ টাকা ছাড়িয়েছে, সাথে সাথে আলু, বেগুন, পেঁপে, লাউ, কুমড়া সহ প্রত্যেকটি তরিতরকারির আমদানি ভাল হচ্ছে। স্থানীয় প্রশাসনের কোনো রকম তদারকি না থাকায় হাট-বাজারে ইচ্ছেমতো পণ্যের দাম চাওয়া হচ্ছে।
ক্রেতাসাধারণ হাট বাজারে গিয়ে জিনিসের দাম শুনে আঁতকে উঠছে। শুক্রবার সকালে মেহেরপুর বড়বাজার ঘুরে দেখা গেছে আলুর দাম ৪০ টাকা, কাঁচা ঝাল এর দাম ১২০-১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে,বেগুন ৪০ টাকা, কলা ৪০ টাকা,লাল শাক ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ছোট আকারের একটি লাউ ২০-২৫ টাকা, চাল কুমড়া প্রতি পিস ২০-২২ টাকা, খিরা খুচরা বাজারে ৪০ টাকা কেজি, পেঁপে ২৫ টাকা, পটল ৫০ টাকা, ঢেড়স ৫০ টাকা, কচু ২৫ টাকা, পুঁইশাক ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাট-বাজারগুলোতে প্রশাসনের কোনো নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামত দাম হাঁকাচ্ছে হাঁকাচ্ছে বলে ক্রেতা সাধারণ অভিযোগ করেছেন।