মেহেরপুর নিউজ:
কর্তৃপক্ষের নানা রকম হুঁশিয়ারি সত্ত্বেও মেহেরপুর শহরের প্রধান সড়ক গুলোতে গরুর অবাধ বিচরণ কিছুতে থামানো যাচ্ছে না। মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে অবাধে গরু বিচরণ অব্যাহত রয়েছে।
বিশেষ করে মেহেরপুর শহরের কলেজ সড়ক, বড়বাজার প্রধান সড়ক, হোটেল বাজার, মহিলা কলেজ সড়ক, শহীদ আজর সড়ক, স্টেডিয়াম সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে গরুর অবাধ বিচরণ বেশি লক্ষ্য করা যায়। গরুর আবাদ বিতরণের ফলে সড়ক গুলোর উপরে মলত্যাগের ফলে সড়কগুলো যেমন অপরিচ্ছন্ন হয়ে থাকছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।
এদিকে মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে শহরের সড়কের দুপার্শ্বে ডাস্টবিনের ব্যবস্থা করলেও অবাদ বিচরণ করা গরুর দল সে সমস্ত ডাস্টবিনের ময়লা আবর্জনা খাওয়ার লক্ষ্যে শিং দিয়ে গুঁতো মেরে ময়লা আবর্জনা রাস্তার উপর ফেলে দিচ্ছে। এতে করে সড়কগুলোতে ময়লা আবর্জনা বৃদ্ধি পাচ্ছে। পৌর কর্তৃপক্ষ যে উদ্দেশ্য নিয়ে ডাস্টবিন রেখে দিচ্ছে, গরুর কারনে পৌরসভার সে উদ্দেশ্য সফল হচ্ছে না।