মেহেরপুর নিউজ,২১মে: উপজেলা পরিষদে সংরক্সিত মহিলা আসন নির্বাচন-২০১৫ উপলক্ষে গাংনী ও মুজিবনগর উপজেলায় মোট ১৩জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোয়ন পত্র জমাদান কারীদের মধ্যে গাংনীতে ১০জন এবং মুজিবনগরে ৩জন রয়েছে। এরা হলো গাংণীতে শামিরন নেছা, ফেদৌসী, গুলশানআরা, নাজনীন আক্তার, পারভিনা, রহিদা খাতুন, আসমা খাতুন, ফরিদা খাতুন ও রেহেনা খাতুন। মুজিবনগরের প্রার্থীরা হলো শাহিনা খাতুন, জান্নাতুল ও আফরোজা খাতুন। আগামী ১৫ জুন মেহেরপুর জেলার তিন উপজেলার সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।