অন্যান্য

মেহেরপুরের সংরক্ষিত মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনের মনোনয়ন পত্র উত্তোলন

By মেহেরপুর নিউজ

May 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ মে: উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন-২০১৫ উপলক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করেছে প্রার্থীরা। আগামী ১৫ জুন মেহেরপুর জেলার তিন উপজেলার সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মেহেরপুর সদর উপজেলার ১ জন, মুজিবনগর উপজেলার ১জন এবং গাংনী উপজেলায় ৩ জন নির্বাচিত হবেন। মনোনয়ন পত্র উত্তোলনের ১ম দিনে গাংনী উপজেলা থেকে ৩ জন প্রার্থী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকনুজ্জামানের কাছে থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন। আগামী ২১ মে মনোনয়ন পত্র জমাদানের শেস দিন। ২৩ মে মনোনয়ন পত্র বাছাই,, ৩০ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। নির্বাচনে মেহেরপুর সদর উপজেলায় ১৮ জন, মুজিবনগর উপজেলার ১২ জন এবং গাংনী উপজেলায় ২৭ জন ভোটার ভোটদানে সুযোগ পাবেন।