অন্যান্য

মেহেরপুরের শ্যামপুরে খেজুর গাছ থেকে পড়ে এক গাছীর মৃত্যূ

By মেহেরপুর নিউজ

February 06, 2015

মেহেরপুর নিউজ ,০৬ ফেব্রুয়ারি: খেজুর গাছে রসের ঠিলি বাঁধতে যেয়ে গাছ থেকে পড়ে জালাল (৪৮) নামের এক গাছী মারা গেছে। নিহত জালাল সদর উপজেলার শ্যমপুর গ্রামের হাবিবুরের ছেলে। নিহত জালালের পরিবার থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জালাল রসের ঠিলি বাঁধতে একটি খেজুর গাছে উঠে। এ সময় অসাবধানবশত: সে গাছ থেকে পড়ে গেলে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে তার অবস্থা অবনতি হলে এক কবিরাজ বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়।