ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরের শালিকায় গ্রামিন খেলাধুলা ও পিঠা উৎসবের মধ্যে দিয়ে বর্ষবরণ

By মেহেরপুর নিউজ

April 14, 2019

মেহেরপুর নিউজ,১৪ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার শালিকা মন্ডল পাড়ার তরুণদের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিন ব্যাপী লাঠি খেলা, ডাঙ্গা গুলি, পিট্টু খেভলা, ঘুপা খেলা, খেটি খেলা,শাকের ভ্যাটা খেলা, গ্রামিন খাবার ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। লাঠি খেলায় আব্দুল মজিদ পঁচা, মোনাজাত আলী, লাল মোহাম্মদ লালা, মোজাম্মেল, শাহাবুদ্দিনের দল অংশ নেয়।

বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ইউপি সদস্য আলমগীর হোসেন, শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল হাশেম, আনারুল ইসলাম, জজের আলী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি রাজু আহমেদ লিটিল, সদস্য হুমায়ুন কবির, রোকনুজ্জামান তুষার,হাবিবুর রহমান, আলমগীর হোসেনের অনুষ্ঠান ব্যবস্থানায় দায়িত্ব পালন করেন।