মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগষ্ট :
মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন বলেছেন, উপনিবেশিক শাসন আমলে জনগন প্রশাসনের কাছে সেবা নেয়ার জন্য আসত। কিন্তু এখন প্রশাসন জনগনের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে আসছে। তিনি বলেন যে কোন ঋণ নিয়ে ঋনের টাকা সঠিক কাজে ব্যবহার করে স্বাবলম্বী হতে হবে।
সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে বিআরডিবি’র একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় এক উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের শালিকা অঞ্চলের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে উঠোন বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল। বক্তব্য রাখেন পল্লি উন্নয়ন কর্মকর্তা তপন কুমার মন্ডল, আলমগীর হোসেন, এনামুল হক কাঞ্চন প্রমুখ।