মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারি: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যেগে মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগর গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যুৎতায়নের উদ্বোধন করেন। আক্তারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আলী হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম। পরে প্রধান অতিথি রুদ্রনগর গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধন করেণ। এদিন মোট ৪২টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া রদ্রনগর গ্রামে শতভাগ পরিবার বিদ্যুৎতের আলো পেল।