অন্যান্য

মেহেরপুরের রাজনগরে বোমা ফাটিয়ে ডাকাতি

By মেহেরপুর নিউজ

January 13, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুযারি: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বোমা বিস্ফোরন করে ২ বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে।

পুলিশ জনায়, সোমবার মধ্যে রাতে রাজনগর গ্রামের খোকার ছেলে সফি ও ঐ একই গ্রামের মহিউদ্দিনের ছেলে হাসিব এর বাড়িতে এক দল ডাকাত বোমা বিস্ফোরন করে ডাকাতি করে। এসময় ডাকাত দল নগত টাকা, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।