মেহেরপুর নিউজ, ১৯ জুন:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দবির উদ্দিন নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মাইনউদ্দিন মেহেরপুর নিউজকে জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অপরাধী প্রমানিত হওয়ায় দবির উদ্দিন কে জেল ও জরিমানা করা হয়।
আজ শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মাইনউদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অভিযান চালায়।এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সদর উপজেলার পিরোজপুর গ্রামের মরহুম আওলাদ হোসেনের ছেলে দবির উদ্দিন কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস কারাদণ্ড দেয়া হয়।