বারাদী প্রতিনিধিঃ
স্বৈরাচার আওয়ামী সরকারের সাজানো মিথ্যা মামলা থেকে ২২ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন
মেহেরপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক লিয়াকত আলী মেম্বার। গতকাল বুধবার আইনী প্রক্রিয়া শেষে বেলা সাড়ে তিনটায় জামিনে মুক্ত হন তিনি। এ সময় জেল গেট থেকে বারাদী ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতাকর্মী ফুলের মালা দিয়ে তাকে বরণ করে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে বারাদীতে আসেন। পরে বারাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র বিএনপি নেতা অলি মহাম্মদ, আলিহিম মেম্বার, আরজুল্লাহ রহমান বাবলু মাষ্টার, যুবদল নেতা হুমায়ন কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র বিএনপি নেতা আবুল হাশেম, আব্দুল হামিদ মোল্লা, সেলিম মোল্লা, লাল মহাম্মদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়নাল আবেদীন। এসময় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী শান্ত থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানান।