মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের ময়ামারী গ্রামের প্রতি বছরের ন্যায়ে এবারো গ্রামের পরিবারিক পিঠা ও পিকনিকের আয়োজন করেন।
সোমবার বিকেল ময়ামারী মাঠে আউশ জমিতে পৌষের শেষ দিনে এই উৎসবের আয়োজন করেন। এই বিষয়েে ময়ামারী গ্রামের সাবেক ইউপি সদস্য ইনসান আলী বলেন, এই উৎসটি ময়ামারী নিজস্ব উৎস এবং এই গ্রামে বছর আগে থেকে এই পৌষ উৎস পালন করে থাকেন। গ্রামবাসী মনে করেন এই নতুন ধানের পিঠা এবং পুলি খাওয়ার সময়।
গ্রামবাসি ইকরামুল হক বলেন, আগামীতে এই উৎসটি যেনো শৃঙ্খলাবদ্ধ হয় এবং আগামীতে বাইরের শ্রোতা যেনো দেখতে আসে সেই বিষয় ব্যবস্থা করবো।
এই বিষয়ে শিমুল বলেন, এই উৎসবটি বাবা, দাদা‘র আমল থেকে হয়ে আসছে। আমরা এই প্রযম্ম ধরে রাখতে পারি সে কাজ করে যাবো। এই উৎসবটির বিষয়ে আরো অনেকেই কথা বলেন, শাহিন আলম, জর্দ্দার আলী, মিল্লাত আলী, আশরাফুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ্য সবাই উৎসবটি আরো বড় পরিসরে করার বিষয়ে একমত পোষন করেন।