মেহেরপুর নিউজ,১১ আগষ্ট: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে চা এর গরম পানিতে আলিফ (৩) নামের এক শিশুর শরীর ঝলসে গেছে। দগ্ধ শিশু আলিফ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে মোনাখালী গ্রামের খায়রুল ইসলামের শিশু সন্তান আলিফ বাড়ির পাশের একটি চায়ের দোকানে যায়। অসাবধানবশত সে পানি গরমের কেটলিতে নাড়াচাড়া করতে গেলে সেই পানি ছিটকে তার শরীরে পড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।