মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন :
মেহেরপুরমোনাখালি গ্রামে জামপাড়ারসময়ডালভেঙ্গেনিচেপড়েগিয়েমারাত্নকআহতহয়েছেকাবুল(১৫) নামের এক মাদ্রাসা ছাত্র । বর্তমানেসেমেহেরপুরজেনারেলহাসপাতালেচিকিৎসাধীনরয়েছে।
মেহেরপুরজেনারেলহাসপাতালেরকর্তব্যরতচিকিৎসকমেহেরপুরনিউজকেবলেন,আহতকাবুল দু’হাতেআঘাতপ্রাপ্তহয়েছে।তারসুস্থহতেআরোবেশকয়েকদিনসময়লাগবে।
আজ ২৩ জুন বুধবার দুপুরের দিকে মেহেরপুরেরমোনাখালি গ্রামের আব্বাসের ছেলে কাবুল মাঠের একটি জাম গাছে জাম পাড়তে উঠে । জাম পাড়ার সময়গাছের ডাল ভেঙে সে গাছ থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া