বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে মুজিবের ম্যুরাল ভেঙেলো ছাত্র জনতা

By মেহেরপুর নিউজ

February 07, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের  ম্যুরাল ভেঙে ফেলেছে ছাত্র জনতা।

বৃহস্পতিবার দিবাগত রাতে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে ম্যুরালটি ভেঙে প্রায় ২ কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজারে প্রধান সড়কে মূর্তিটি সম্পূর্ণ ভেঙে ফেলে রেখে চলে যাই । এ ছাড়াও মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেন তারা।

জানাযায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পরে দলে দলে মানুষ এসে ভিড় জমায় কমপ্লেক্সটির গেটে। এ সময় আনসার সদস্যরা বাধা দিলে তারা তা শোনেনি। নিরুপায় হয়ে গেট ছেড়ে আসতে বাধ্য হয় তারা। অন্যান্য ভাস্কর্যে ক্ষতি হয়নি বলেও জানান আনসার সদস্যের কর্মকর্তা।