আইন-আদালত

মেহেরপুরের মুজিবনগরে সরকারী জমি থেকে অবৈধ ভবন উচ্ছেদ

By মেহেরপুর নিউজ

August 26, 2019

নিজস্ব প্রতিনিধি: 

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সরকারী খাস খতিয়ান ভুক্ত জমির উপর অবৈধ্য ভবন ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্ছেদ অভিযান চালান। সকাল ১১ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ অভিযান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামে মৃত ছুরাত আলীর ছেলে পচা মিস্ত্রি (আমির), আজিবুদ্দীনের ছেলে আব্দুল গনি ও মৃত ছুরাত আলীর ছেলে আব্দুল কাদের মেহেরপুর মুজিবনগর উপজেলাধীন বাগোয়ান ইউনিয়নের তারানগর মৌজার ১ নং খতিয়ানভূক্ত ৯৩১ দাগের সরকারী খাস খতিয়ান ভুক্ত ০.০৭ একর জমির উপরে অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরী করেছে।

বিষয়টি জেলা প্রশাসন আমলে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামকে দায়ীত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম সরকারী বিধি মোতাবেক অবৈধ দখল উচ্ছেদ করে সহকারী (ভূমি) মুজিবনগরকে বুঝিয়ে দেবেন।