মেহেরপুর নিউজ:
প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে ঘরবন্ধি হয়ে পড়েছে মানুষ। সরকার ঘোষিত নতুন বিধিনিষেধের ঘরবন্ধি মানুষের কথা চিন্তা করে টিসিবির কার্যক্রম শুরু হয়েছে। মানুষ টিসিবির বিক্রয় কেন্দ্র থেকে ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী ক্রয় করছে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এই টিসিবির বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।
রবিবার বিকালে টিসিবির ডিলার মেহেরপুর সাঈদ আনোয়ার ট্রেডার্স মেহেরপুরের মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১শ টাকা লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি চিনি এবং ৫৫ টাকা কেজি দরে মসুরের ডাল বিক্রি করে। স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাসাধারণ এ সকল পণ্য ক্রয় করেন।