অন্যান্য

মেহেরপুরের মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

By মেহেরপুর নিউজ

March 28, 2015

মেহেরপুর নিউজ,২৮ মার্চ: বিশিষ্ট মুক্তিযোদ্ধার আলাউদ্দিন বিশ্বাসের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় জানাযা শেষে শেখপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযা পূর্বে পুলিশের একটি চৌকষ দল মরহুমের মরদেহে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জাতীয় পতাকা আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়। মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান রাষ্ট্রের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন। এ সময় সদর থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহেমদসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বিশ্বাস মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।