এক্সক্লুসিভ
শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারী : মেহেরপুর সদর উপজেলার মদনা ইট ভাটায় অবৈধ ভ্রাম্যমান করাত কল বসিয়ে চেরাই করা হচ্ছে কাঠ। আর এই আবৈধ করাত কলের মালিক গাংনী উপজেলার বাউটের মজিরল ইসলাম নিজ দায়িত্বেই এ কাজ করে যাচ্ছেন। চেরাই করা কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। শুধু মদনার ইটভাটাই না বিভিন্ন ইটভাটাতেই এ অবৈধ ভাম্যমান করাত কল দিয়ে কাঠ চেরাই করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেহেরপুরের বিভিন্ন করাত কল মালিকদের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন ইট ভাটা সরজমিনে ঘুরে দেখা যায় শ্যালো মেশিন দিয়ে এ করাত কলে কাঠ চেরাই করা হচ্ছে। মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে লাইসেন্স নিয়ে করাত কল মালিকরা ব্যবসা করলেও অবৈধ করাত কল মালিকরা সরকারী নিময় নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে এ কাজ করে যাচ্ছেন। এ অবৈধ ভ্রাম্যমান করাত কলটির মালিক গাংনী উপজেলার বাউটের মজিরুল ইসলাম দোষ স্বীকার করে বলেন এভাবে কাঠ কাটা অবৈধ সেটা তিনি জানেন।তারপরও অতিরিক্ত লাভের আশায় তিনি এ কাজ করছেন বলে জানান। ইট ভাটার ম্যানেজার বলেন,কাঠ দিয়ে ইট পোড়ানো নিষিদ্ধ।তারপরও খরচ কম হওয়ায় আমরা এ ভ্রাম্যমান করাত কল দিয়ে কাঠ কাটাই। এভাবে অবৈধভাবে ভ্রাম্যমান করাত কল দিয়ে ভাটায় ভাটায় গিয়ে কাঠ চেরাই করার ফলে জেলার করাত কল মালিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে ।এ অবৈধ কলটির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য মেহেরপুর জেলার করাত কল মালিকরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।