মেহেরপুর নিউজ, ১৮ মে: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় এলজিএসপি-৩ প্রকল্পের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও মানব সম্পদ উন্নয়ন খাতে সুবিধা ভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একই সঙ্গে ২০১৮ সালে অনুষ্ঠিত ইউনিয়নের সকল বিদ্যালয়ের পিএসসি, জেএসসিতে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে প্যারা অ্যাম্বুলেন্স, স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, ২৮ জন মহিলাকে সেলাই মেশিন, ২শ পরিবারকে স্যানিটেশন সামগ্রী, ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ওষুধ, ১৬ ছাত্রীকে বাই-সাইকেলসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহাজামানের সভাপতিত্বে অনুষ্ঠোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল সামগ্রী বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুল আলম। বক্তব্য দেন ইউপি সচিব সানোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানা শ্রেণী পেশার নাগরিকরা অংশগ্রহণ করেন।