মেহেরপুর নিউজ,১৬ আগষ্ট:
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যেগে সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন সুইচ টিপে বুড়িপোতা গ্রামের ৫২টি ষ্টেক গ্রাহকের বিদ্যুাতায়নের আওতায় আনা হয়। ইউপি সদস্য শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুত সমিতির জি এম আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, সাবেক চেয়ারম্যান অ্যাড. শাজাহান আলী। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আমাজদ হোসেন, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক আলামিন হোসেন, আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।