মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনা রোধকল্পে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মেহেরপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হেলমেট ও গাড়ির কাগজপত্র বিহীন গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন এলাকা সহ মুজিবনগর এবং গাংনীতে এ অভিযান চালানো হয়। ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চলাকালে হেলমেট ও গাড়ির কাগজপত্র বিহীন মোটরসাইকেল মালিকদের সতর্ক করা হয়। এবং ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযানে ট্রাফিক সার্জেন্ট মামুন সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং সেখানে উপস্থিত ছিলেন।