আইন-আদালত

মেহেরপুরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান

By মেহেরপুর নিউজ

May 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মে: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওজনে কম দেয়া ও নোংরা পরিবেশের দায়ে মাংস ও মিষ্টি ব্যবসায়ীদের নিকট থেকে ৭ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা গেছে, রোববার দুপুরের দিকে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  ফরিদ হোসেনের নেতৃত্বে দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড়, আমঝুপি বাজার ওবারাদি বাজারে অভিযান চালানো হয়। এ সময় মিষ্টির দোকানে নোংরা পরিবেশ ও ওজনে মাংস কম দেয়ায় কোলার মোড়ে কালাম বিশ্বাসের ১হাজার টাকা, আমঝুপি বাজারে বিল্লাল ও মোখলেসুর রহমানের মিষ্টির দোকানে ৫’শ টাকা করে , আমঝুপি হাটে সিদ্দিক , জুয়েল, মামলত ও শাকিল নামের ৪ মাংস ব্যাবসায়ীর প্রত্যোকেতর ২’শ টাকা করে এবং বারাদি বাজারে আব্দুল জব্বারের মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।