বারাদী প্রতিনিধিঃ
ফ্রান্সে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ ( সঃ ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও এর সমর্থনে দেশটির প্রেসিডেন্ট ইয়ামানুয়েল ম্যাঁক্রোর কট্টর অবস্থান এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বারাদী মাদীনাতুল উলুম কওমী মাদ্রাসা ও বারাদী বাজার কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেল সাড়ে ৪ টার সময় বারাদী বাজারের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে সলেমান টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর ইউনিয়ন শাখার যুগ্মসম্পাদক মাওলানা শামীম রেজা, বারাদী মাদীনাতুল উলুম কওমীয়া মাদ্রাসার মুহতামীম মাও. শফিকুল ইসলাম, কলাইডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক, মোমিনপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মনিরুল ইসলাম, গোপালপুর মাদ্রাসার শিক্ষক মাও. আনছার আলী, বারাদী জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আক্কাস আলী, কলাইডাঙ্গা জামে মসজিদের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রিয় নবীজির অপমান মানেই সারা মুসলিম জাহানের কলিজায় আঘাত হানা।
তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, বাংলাদেশে ফ্রান্সের সকল পন্য বর্জন করতে হবে। প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ, বারাদী মাদীনাতুল উলুম কওমীয়া মাদ্রাসার শিক্ষার্থী, বারাদী বাজারের ব্যবসায়ীবৃন্দসহ এলাকার ধর্মপ্রান হাজার জনতা। এসআই বাবু মেহেরপুর নিউজ।