গাংনী অফিস, মেহেরপুর নিউজ, ০৩ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৩ চাল ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। । ভ্রাম্যমান আদালত বামুন্দী বাজারের চাল ব্যাবসায়ী মোমিন ট্রেডার্সের মালিক মোমিনকে ৮ হাজার টাকা, নাজমুল ট্রেডার্সের মালিক নাজমুলকে ১৫ হাজার টাকা, রেজাউল ট্রেডার্সের মালিক রেজাউলকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী অনিক ইসলাম এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের প্রধান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ২০১০ সালের অধ্যাদেশ এর ১৪ ধারায় পাটজাত দ্রব্য সামগ্রী ব্যবহার আইনে আওতায় এই জরিমানা করা হয়।
জরিমানার দেওয়া ব্যবসায়ীরা বলেন, পলিথিন বা প্লাস্টিকের পরিবর্তে পাটের বস্তা ব্যবহার করবেন।