গাংনী অফিস, ২২ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী নীশিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত রফিকুল ইসলাম গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার বিকেলে শহরের মার্সেল শোরুমের পূর্ব পাশের ৩১ শতাংশ জমি বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আহত রফিকুল ইসলাম জানান, মার্সেল শোরুমের পূর্ব পাশে আমাদের স্থাপনা রয়েছে। সেই স্থাপনা স্থানীয় বদরুল আলম ভদুর ছেলে পলাশ ভেঙ্গে দিচ্ছে শুনে সেখানে গেলে তারা বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। এতে আমার পিঠ, কপাল ও ডান হাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী নিশিপুরের আঃ সালাম এর ছেলে রকিবুল আহত রফিকুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গাংনী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সজিব উদ্দিন স্বাধীন বলেন, আহত রফিকুল গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তবে অভিযুক্ত পলাশ আহত রফিকুলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জমির উপর সে প্রাচির দিয়েছিল। সেখানে বাঁধা দিতে গেলে তাদের লোকজন আমাদের উপর হামলা করতে আসে। আমার উপর হামলা দেখে তাকে স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।