মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারী: মেহেরপুরের মাঠে আবাদকৃত শ’ শ’ বিঘা জমির বাধাকপি এখন গবাদী পশুর খাদ্য হিসেবে গ্রাম-গঞ্জের রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে। মেহেরপুরে মাঠে উৎপন্ন বাধাকপি বাইরে জেলায় চাহিদা না থাকায় এবং জেলার হাটে বাজারে দাম না পাওয়ায় মেহেরপুরের কপি চাষিদের মাথায় হাত। লোকসান কিছুটা হলেও কমাতে চাষিরা ক্ষেতে কপি কেটে ভ্যানে করে নিয়ে ঘুরছে মেহেরপুর শহর ও গ্রাম-গজ্ঞের রাস্তায় রাস্তায়।
মেহেরপুরে উৎপন্ন কপি নেপিয়ার ঘাসের চেয়ে তুলনায় দাম কম হওয়ায় তা কিনে গরু-ছাগলকে খাওয়াচ্ছে। গ্রামের মাঠ থেকে তরকারি করে খাওয়ার জন্য ২/৫ টা কপি কেটে নিলেও কৃষক করছে না প্রতিবাদ। কপি কেটে হাটে বাজারে নিলেও চাহিদা কম থাকায় কৃষক পানির দামে তা বিক্রি করে আসছে। তবে পশু খাদ্য হিসেবে চাহিদা থাকায় কৃষক কপি কেটে ভ্যানে করে শহরে ও গ্রামে ঘুরছে। প্রতিটি বড় বড় কপি মাত্র এক টাকায় বিক্রি হচ্ছে। কোন কোন স্থানে টাকায় ২ টি করেও কপি পাওয়া যাচ্ছে। এভারে সার বিষের খরচ কিছুটা হলেও তোলার চেষ্টা চলছে ক্ষতিগ্রস্থ চাষিরা।