বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বাতাসে যেন আগুনের হল্কা, তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি

By Meherpur News

March 28, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতাসে যেন আগুনের হল্কা বইছে। শুক্রবার (২৮ মার্চ ২০২৫) বেলা ৩ টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা মেহেরপুর ও চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

গ্রীষ্ম মৌসুমের শুরু থেকেই এ অঞ্চলে তাপমাত্রা বাড়তে শুরু করে। চলতি মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে মেহেরপুর জেলায়।

তীব্র গরমে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষজন এবং পথচারীরা বিপাকে পড়ছেন। চিকিৎসকরা তীব্র গরমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। প্রচুর পানি পান, হালকা পোশাক পরিধান এবং রোদ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তাই তাপদাহ মোকাবিলায় সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।