মেহেরপুর নিউজ,১৬ আগষ্ট:
৪৭ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনস্ত বাজিতপুর বিজিবি ক্যাম্পে সীমান্তে বসবাসরত জনগনের মধ্যে সীমান্ত হত্যা বন্ধ, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর বারটার দিকে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং। বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হাসান, সদর থানা ওসির প্রতিনিধি এসআই শাহাদৎ হোসেন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, বুড়িপোতা ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাজাহান প্রমুখ। অনুষ্ঠানে এলাকার রাজনৈতীক ব্যাক্তিত্ব সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র ও বুড়িপোতা বাজিতপুরের গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সীমান্তে নানা রকম অপরাধ প্রবনতা প্রতিরোধ, সীমান্ত হত্যা বন্ধ, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ কল্পে জনগনের সহযোগিতা পেলে সীমান্তের সকল অপরাধ নির্মূল করা সহজ হবে।