শনিবারের বিশেষ প্রতিবেদন
আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর: মেহেরপুরে বাঁধা কপি চাষীরা বীজ কোম্পানীর প্রতারণায় স্বীকার হয়ে লোকসানের মুখে পড়েছে। শত শত চাষীর এখন মাথায় হাত। ধার কর্য করে কপি চাষ করে তাদের সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। চাষীরা বলছেন তাদের এই ক্ষতির পরিমান ৩ কোটি টাকার ওপরে। সরোজমিন মাঠে গেলে চাষীরা জানান, গত কয়েক বছর ধরে মেহেরপুর জেলার চাষীরা আগাম কপি চাষ করে লাভবান হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারো চাষীরা আগাম জাতের বাঁধা কপি চাষ করেছে। ইতোমধ্যে অনেক চাষী তাদের কপি বাজারে বিক্রি করেছে। কিন্তু জেলার শত
শত চাষী এবার রেয়ার বল ( Rare Ball ) নামে এক কোম্পানীর বীজ ব্যবহার করায় কপি বাজারজাত তো দুরের কথা এখনো কপি বাঁধেইনি। জেলার শ্যামপুর, শালিকা, সাহারবাটি, মদনাডাংগা সহ বিভিন্ন এলাকার শত শত চাষী এই বীজ ব্যবহার করে এখন নিঃস্ব হতে বসেছে। ৬৫ দিনে দুই থেকে আড়াই কেজি করে কপির ফলন হবে এমন প্রলোভনে পড়ে এই বীজের চারা জমিতে লাগিয়েছিল। চাষীরা বলছে, ৯০ দিন পার হয়ে গেলেও ১০০ গ্রাম করেও ফলন পায়নি । অথচ এলাকার অনেক চাষী একই সময় অন্য বীজ ব্যবহার করে এখন কপি বাজারজাত করে বিঘাপ্রতি ৬০-৭০ হাজার টাকা ঘরে তুলছে। সদর উপজেলার শ্যামপুর গ্রামের কপি চাষী দ্বীন মহম্মদ জানান, সে গরু বিক্রি করে তিন বিঘা কপি লাগিয়েছিল। প্রতি বিঘা জমিতে তার খরচ হয়েছে ২৫-৩০ হাজার টাকা। এই খরচ করে তার ৬০-৭০ হাজার টাকা ঘরে তোলার কথা। কিন্তু কপির যা পরিস্থিতি এখন এক টাকাও ঘরে উঠবেনা তার। একই গ্রামের আবদুল হান্নান জানান, গতবার সে কপির আবাদ করে লাভবান হওয়ায় এবার সে ঋণ কর্জ করে ১৪ বিঘা জমিতে কপির চাষ করেছে। এখন এই ঋণ কিভাবে শোধ করবে তা নিয়ে সে পড়েছে দুশ্চিন্তায়। চাষী আব্দুল বারি জানান, এলাকায় প্রায় ৪’শ বিঘা জমিতে এই জাতের কপি চাষ হয়েছে। যেখান থেকে চাষীরা প্রায় তিন কোটি টাকার কপি
বিক্রি করতো। চাষীরা বলছেন জমিতে কপির গাছ ভাল আছে কিন্তু কপি বাঁধছেনা। সকালে জমিতে গিয়ে মনে হচ্ছে কপি বাঁধছে কিন্তু বিকেলে গিয়ে দেখা যাচ্ছে কপির পাতা ছেড়ে ফুলের পাপড়ির মতো ছিটিয়ে যাচ্ছে। ভুক্তভোগী চাষী রাজু জানান, শ্যামপুর গ্রামের এনামূল ও পাশ্ববর্তী বৈকুন্ঠপুর গ্রামের বানী নামে দুইজন কোম্পানীর এজেন্ট ১০ গ্রামের প্যাকেট ২৫০ টাকা দরে তাদের কাছে বিক্রি করে এবং বলে ৬৫ দিনে আড়াই কেজি করে কপির ফলন পাওয়া যাবে। এখন এই পরিস্থিতে এজেন্টরা পালিয়ে বেড়াচ্ছে। তাদের পাওয়া যাচ্ছেনা। চাষীদের অভিযোগ এই পরিস্থিতিতে কৃষি বিভাগ থেকে কোন সহযোগীতা পাওয়া যাচ্ছেনা। এদিকে ক্ষতিগ্রস্থ এলাকার দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোলেমান তার দায় এড়িয়ে বলেন, এই বীজটি গ্রীষ্মকালীন আবহাওয়ার জন্য নয়। চাষীরা না জেনে এই কপির আবাদ করেছে। তবে চাষীরা প্রতারণায় স্বীকার হয়েছে। বীজের কারনেই এমন পরিস্থিতি। বীজ কোম্পানীর প্রতারনায় স্বীকার চাষীরা এখন নিঃস্ব। চাষীরা বসেছে রাস্তায়। আসলে এর দায়ভার কে নেবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এব্যাপারে আশু পদক্ষেপ নেবে এমনটায় প্রত্যাশা এলাকার চাষীদের।