বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পৌরসভা জামায়েতে ইসলামীর গণসংযোগ

By মেহেরপুর নিউজ

February 27, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পৌরসভা বড় বাজার এলাকায় এ গণসংযোগ করা হয়।মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিনের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে মেহেরপুর জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাহবুব উল আলম,রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জাব্বারুল ইসলাম, পৌর আমীর সোহেল রানা ডলার,আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল-আমিন বকুল, পৌর জামায়েত ইসলামীর পেশাজীবী সভাপতি ডা. আব্দুস সালাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মোঃ আব্দুস সালাম,পৌর জামায়েত ইসলামির ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।