বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের পৃথক দু’টি গ্রামে গম মাড়াই মেশিনের ফিতায় হাত জড়িয়ে আহত দু’ কৃষক

By মেহেরপুর নিউজ

March 31, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(৩০মার্চ):

মেহেরপুরের পৃথক দুটি গ্রামে গম মাড়াই করতে গিয়ে ফিতায় জড়িয়ে আহত হয়েছে ২ কৃষক। বর্তমানে আহতরা মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । আজ ৩০ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামে মকবুলের পুত্র রহিদ আলী মেশিনের মাধ্যমে গম মাড়াই করতে গিয়ে ফিতায় হাত জড়িয়ে ফেলে। তাকে রক্তাক্ত অবস্থায় মাঠের লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অপরদিকে একই দিনে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে হোসেন আলীর পুত্র মল্লিক (৭৫) একই কায়দায় মেশিনের ফিতায় জড়িয়ে আহত হয়।