মেহেরপুর নিউজ: হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব শারদীয দূগাপূজা উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে সিঁদুর উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শহরের পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে এসে একে অপরকে সিঁদুর পরিয়ে পরিয়ে দেয়।
এসময় তারা নাচ, গানে মেতে উঠে এবং ঢোলের তালে তালে উলুধ্বনি দিতে থাকে । সকাল থেকে মেহেরপুর শহরের স্বিদ্ধের্শ্বরী কালী মন্দির, নায়েববাড়ী মন্দির, হরিসভা মন্দির, হালদার পাড়া পূজা মন্ডব, ধর্মাবলীদের ভিড় লক্ষ করা যায়।