মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ মে: মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র পুরাতন হাসপাতালের পরিত্যাক্ত স্থানে শিশু ও ডায়বেটিস হাসপাতাল নির্মান করা হবে। এছাড়া মেহেরপুরের ১০০ শয্যার জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে রূপ দেয়া হবে। খুব দ্রুতই এই দুইটি উন্নয়ন কাজ শুরু করবে সরকার। বৃহস্পতিবার রাত্রিতে মেহেরপুরের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্টানে মেহেরপুর-১ আসনর সাংসদ জয়নাল আবেদীন একথা জানান। সাংসদ মেহেরপুর শহরের যাদবপুর ঘাট সংলগ্ন তার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের জানান- পুরাতন হাসপাতালের মালিকানা নিয়ে পৌরসভার সাথে স্বাস্থ্য বিভাগের মামলা চলছিল। এই মামলায় উচ্চ আদালত হাসপাতাল সম্পত্তিটি স্বাস্থ্য বিভাগের সম্পত্তি বলে রায় দিয়েছে। এতে এই সম্পত্তিটির উপর পৌরসভা আর কোন কর্তৃত্ব নেই। সরকার এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা দিতে এই সম্পত্তিটির উপর বহুতল বিশিষ্ট আধুনিক শিশু ও ডায়বেটিস হাসপাতাল নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি নিজে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য জোর তদ্বির ও চেষ্টা চালাচ্ছেন বলে জানান। এছাড়া তিনি জানান- অচিরেই মেহেরপুর ১০০ শয্যার জেনারেল হাসপাতালকে সরকার ২৫০ শয্যার আধুনিক হাসপাতালের ঘোষনা দেবেন। আগামী ৬ মাসের মধ্যে এই ঘোষনা আসার সম্ভাবনা রয়েছে। এতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চলমান চিকিৎসক, নার্স ও সুইপার সংকট আর থাকবে না। সরকারের এই সমস্ত উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এই মতবিনিময় অনুষ্টানে তোজাম্মেল আযম (যুগান্তর) তুহিন আরন্য (প্রথম আলো) গোলাম মোস্তফা (চ্যানেল-আই), মীর সউদ আলী চন্দন (সময় টেলিভিশন), আবু লায়েছ লাবলু (ইত্তেফাক), মাহাবুবুল হক পোলেন (বাংলাদেশ প্রতিদিন), আবু আক্তার (মাই টিভি), জুলফিকার আলী কানন (ইসলামিক টিভি), ডিএম মকিদ (আরশীনগর) সহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।