এক ঝলক

মেহেরপুরের পুন;পরীক্ষার ১৯ জনের মধ্যে ১৮ জন করোনা মুক্ত, ১ জন পজেটিভ

By মেহেরপুর নিউজ

April 30, 2020

মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মোট ১৮ জন করোনা ভাইরাসমুক্ত হলেও একজনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে।

বৃহস্পতিবার রাতে আইইডিসিআর ( নাক ও গলার কফ) থেকে এ রিপোর্ট দেয়া হয়।গত মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট ১৯ জনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট দেয়া হয়েছিল। পরে ওই ১৯ জনের সোয়াব পুন;পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআর সোয়াব ( নাক ও গলার কফ) এ পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতে পুন: পরীক্ষার জন্য পাঠানো ওই ১৯ জনের মধ্যে মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা সহ ১৮ জনের নেগেটিভ রিপোর্ট আসলেও মেহেরপুর সদর উপজেলার একজনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

করোনা ভাইরাস আক্রান্ত ওই রোগীর বয়স আনুমানিক ৩০ বছর। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান ঢাকার পাঠানো রিপোর্ট অনুযায়ী ১৯ জনের মধ্যে ১৮ জন করনা মুক্ত। বাকি একজন করোনস ভাইরাসে আক্রান্ত।