মেহেরপুরের কৃতি সন্তান সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সৈকত রুশদীর স্ত্রী শিউলী আখতার জাহান রুশদী হকের প্রথম কবিতার বই “আশার বাগানে নীল প্রজাপতি” প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলায়। মাহ্দী আনামের প্রকাশনায় ঘাসফুল প্রকাশনী থেকে এ বইটি প্রকাশ করা হয়েছে। এ বইটি এবারের একুশের বই মেলায় ঘাসফুল প্রকাশনী, স্টল ২১৬ নং থেকে ২১৮ ষ্টলে পাওয়া যাচ্ছে।
বই প্রকাশ উপলক্ষে কবি শিউলি জাহান রুশদী বলেন, এ চাওয়া কোনো অমরত্বের প্রত্যাশা নয়, কিছু ইচ্ছের ঘুড়ি আকাশে উড়িয়ে দেবার বাসনা। প্রজাপতিটির পিছু ছুটতে ছুটতে শেষ পর্যন্ত বই মেলার শেষবেলায় হলেও মেলার জালে বন্দী করতে পারলাম তাকে। কেননা আবার সেই একই ভয়, আরেকটি বইমেলার গোঁধুলীর আলোয় আবেগের রাঙা ধুলো ছড়াতে পারবো কিনা! এ ক্ষুদ্র জীবন প্রদীপ তো যে কোনো সময়েই নিভিয়ে দিতে পারে, কারো হাত থেকে ছুটে আসা একটি দেশলাইয়ের কাঠি, ক্রশফায়ারের গুলি, রাতের আঁধারে নাই হয়ে যেয়ে, কিংবা পেট্রোল বোমার জ্বলন্ত উচ্ছাসে, পদ্মার জলে ফেরি ডুবে, বাসের তলায়,….যে কোনো সময় ! তাই আমার সব আবেগের লেখাগুলো নিয়ে একসাথে সাজালাম আমার আশার বাগানে। এই বই মেলাতেই আমার “আশার বাগানে নীল প্রজাপতি”র পাখা মেলা। । যদি আমার লেখা দু’টি কথা লিপিও কারো মনে ছুঁয়ে যায়, কোনো অব্যক্ত অনুভুতি ভাষা পায়, তাতেই আমার স্বপ্নের সার্থকতা। সেটাই হবে আমার পরম পাওয়া।
এদিকে, মেহেরপুরের পুত্রবধু শিউলি জাহান রুশদীর বই প্রকাশিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সাধারন সম্পাদক মিজানুর রহমান, মেহেরপুর নিউজের চেয়ারম্যান পলাশ খন্দকার, বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, স্টাফ রিপোর্টার মুজাহিদ মুন্না সহ জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা।