মেহেরপুর নিউজ, ১৭ আগষ্ট:
মেহেরপুর এলজিইডির উদ্যোগে সদর উপজেলার পিরোজপুরে ৭ লাখ ৯২ হাজার টাকা ব্যায়ে মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক মুক্তিযোদ্ধার হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করেণ। এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল সালাম, পিরোজপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ওহিদুর রহমান ডাবলু, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সেখানে উপস্থিত ছিলেন।