মেহেরপুর নিউজ:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘লকডাউন’ এর মধ্যেও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে ।
পবিত্র রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বুধবার বিকালে পিরোজপুরে ১০০ টাকা কেজি দরে সোয়াবিন তেল, ৫৫ টাকা করে কেজি দরে ছোলা, ৫৫ টাকা কেজি দরে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা সাধারণ এ সকল পণ্য ক্রয় করেন। সাঈদ আনোয়ার ট্রেডারস স্বত্বাধিকার আবু সাঈদ, রাজু আহমেদ প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।