আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মে: মেহেরপুরের পান চাষীরা আবারো ঘুরে দাড়িয়েছে। গতবছর পানে পঁচা রোগ লেগে পান চাষীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে চাষীরা আবারো নতুনভাবে শুরু করেছে পান চাষ। কৃষি অফিসের হিসেব মতে জেলায় ২৬০ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। পানের ব্যাপক চাহিদা থাকায় এই চাষ করে চাষীরা প্রতিবছরই লাভের মুখ দেখে আসছে । হঠাৎ গত বছর পঁচা রোগ লেগে জেলার ৬০ ভাগ পান গাছ নষ্ঠ হয়ে গিয়েছিল। চাষীরা কোন ঔষধেই প্রতিরোধ করতে পারেনি। আর্থীকভাবে ক্ষতিগ্রস্থ চাষীরা সেই ক্ষতি পুষিয়ে নিতে এবছর নতুনভাবে শুরু করেছে পান চাষ। সদর উপজেলার নূরপুর গ্রামের আব্দুল খালেক জানান , গতবছর তার এক বিঘা জমিতে পানের বরজ ছিল। এই বরজে ভাইরাস লেগে অর্ধেক পানের গাছ মরে গেছে। যেখানে তার ক্ষতি হয়েছে ১ লাখ টাকা। এবার নতুন করে শুরু করেছি এখন পর্যন্ত কোনো রোগ লাগেনি। সদর উপজেলার আশরাফপুর গ্রামের পান চাষী আকবর আলী জানান, গত বছর ভাইরাসে এলাকার অধিকাংশ পানের বরজ নষ্ট হয়ে গেছে। কোনো ঔষধে কাজ করেনি। এবার সিনজেন্টা কোম্পানির একটি ঔষধ বেরিয়েছে যা দিয়ে ভালো ফল পাওয়া যাচ্ছে। এবার পান চাষের পরিস্থিতি ভালো। চাষীরা গত বছরের লোকসান অনেকটাই কাটিয়ে উঠেছে। তারপরেও চাষীদের মধ্যে আতংক কাটেনি। অনেক চাষী অভিযোগ করে বলেন পান চাষীদের এই পরিস্থিতিতে কৃষি বিভাগ থেকে কোন খবর নেওয়া হয়না। তবে কৃষি বিভাগ চাষীদের এই অভিযোগ মানতে নারাজ। সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম, নূর উদ্দীন আবু আল- হালিম জানান, গতবছর পচা রোগের কারনে চাষীরা পান চাষে লোকসান গুনেছে। তবে এবছর কৃষি বিভাগ থেকে জৈব সার ব্যবহার সহ চাষীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। পানে এবার এখোনো কোন রোগ বালাই লাগেনি। আশা করছি পান চাষীরা এবার লাভবান হবে।