মেহেরপুর নিউজ,২৭ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার বাবরপাড়ায় পুকুরে ডুবে হাবিবা খাতুন নামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী মারা গেছে। সে সুবিধপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও বাবরপাড়ার হাবিবুর রহমানের মেয়ে। শুক্রবার বিকাল ৩ টার দিকে সে বাড়ির পাশের মান্নানের পুকুরে গোসল করতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হাবিবার পিতা জানান, বিকালে সে পুকুরে গোসল করতে যেয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে অনেক খোজাখুজির পর তার লাশ ওই পুকুরে ভাসতে থাকতে দেখে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।