মেহেরপুর নিউজ,২১ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলা গর্ভানেন্স প্রজেক্টে এর উদোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২ দিন ব্যাপী নির্বাচিত নারী সদস্যদের ক্ষমতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। বক্তব্য রাখেন বিভাগীয় ফ্যাসিলিটর গিয়াস উদ্দিন, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। ২ দিনের প্রশিক্ষণে মেহেরপুর সদর উপজেলার সকল ইউনিয়নের নির্বাচিত নারী সদস্যরা অংশগ্রহণ করেন।