মুহম্মদ মহসীন:
সাহিত্যের শব্দ খোঁজা মেহেরপুরের নাট্য ব্যক্তিত্ব আব্দুল হাকিম; জীবনটাকে আর কথা সাহিত্যে যোগান দিতে পারেনা। একাধিকবার স্টোক করায় তার সমস্ত ভাবনা স্বপ্নহীন যাত্রি হয়ে গেছে সেই ১৪ সাল থেকে। তবুও তিনি আবারো সুস্থ্ হয়ে সাহিত্যের কথা মালা সাজাতে চাই নাটকের চরিত্রে।
আব্দুল হাকিম ৬৪ সালে কলেজ জীবন থেকেই সাহিত্য রচনার সাথে সম্পৃক্ত হন, এই ব্যক্তির ১২ টি নাটক আর ৪ টি জীবনতিকা বাংলাদেশ আঞ্চলিক বেতার কেন্দ্র খুলনা, রাজশাহী, ও রংপুর থেকে সম্প্রচার হয়। এ ছাড়াও ফিলিপাইন বেতারে ঈশ্বর নামে নাটিকা প্রচারিত হয়। অন্যদিকে ৯০ দশকের দিকে তার বিভিন্ন সাহিত্যকর্ম পশ্চিম বঙ্গের পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশ হতো।
এই নাট্য ব্যক্তিত্ব অনুপ্রাস, সম্পৃক্তা, এবং ভৈরব সাহিত্য সাংস্কৃতি চত্বর এর সাহিত্য পত্রিকার একধিকবার সম্পাদনা করেছে বিচক্ষনতার সাথে। সবার চেনা সবার প্রিয় বিনয়ি মানুষটি জীবনের পড়ন্তে এসে আবারো সুস্থ হয়ে সাহিত্যের হাজারো কথা সৃষ্টি করতে চাই, সেই সাথে মেহেরপুরের মানুষের অন্তর ছোঁয়া ভালবাসা ও দোওয়া চেয়েছেন।
সাহিত্যিক ও নাট্যকার আব্দুল হাকিমের ছেলে মোঃ নাসির উদ্দীন বাবু তার বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন,বাবা অসুস্থ্য তবুও মানসিকভাবে যথেষ্ট শক্ত মনের মানুষ,। তিনি বলেন, তিনি প্রতিটি মুহুর্তে সামাজিক দায়বদ্ধতা নিয়ে মুক্তিযুদ্ধ , দেশপ্রেম,ও গরীব মানুষের কষ্ট নিয়ে চিন্তার কথা বলেন। এদিকে জনপ্রিয় অনলাইন মেহেরপুর নিউজ এর পরিবার, নাট্য ব্যক্তিত্ব আব্দুল হাকিমের রোগমুক্তি ও শতায়ু কমনা করেন।