বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আপন ২ ভাই বোন

By মেহেরপুর নিউজ

May 09, 2024

মেহেরপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আপন ২ ভাই বোন

মেহেরপুরের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন আপন দুই ভাই বোন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ২ ভাই বোন হচ্ছেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম নজরুল কবীর এবং মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারি অধ্যাপক বুলবুলি খাতুন। প্রফেসর ড.এ কে এম নজরুল কবীর ও সহকারি অধ্যাপক বুলবুলি খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের শিক্ষক মরহুম গোলাম কিবরিয়ার সন্তান।প্রফেসর ড.এ কে এম নজরুল কবীর ২০২৩ সালের ১৪ নভেম্বর মেহেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং সহকারি অধ্যাপক বুলবুলি খাতুন ২০২৪ সালের ১৮ জানুয়ারি মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর ১৯৮৪ সালে মেহেরপুর সদর উপজেলার জাদুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৬ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগে অনার্স এবং ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি শিক্ষা জীবন শেষ করে ১৯৯৬ সালে ঝিনাইদার শৈলকূপা সরকারি কলেজে প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি ২০০৫ সালে সহকারী অধ্যাপক এবং ২০১৫ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এর আগে ২০১২ সালে প্রাণিবিদ্যায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। চাকুরী জীবন শুরু করার পর তিনি খুলনার বিএল কলেজ, বাগেরহাটের পিসি কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেছেন। ২০২৩ সালে ড.একেএম নজরুল কবীর প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করার পর ২০২৩ সালের ১৪ নভেম্বর মেহেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এদিকে প্রফেসর ড.এ কে এম নজরুল কবীরের ছোট বোন বুলবুলি খাতুন ১৯৮৬ জাদুখালি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৯ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৯৩ তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং পরের বছর একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি ১৯৯৯ সালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে প্রভাষক হিসেবে চাকুরি জীবন শুরু করেন। এক পুত্র এক কন্যা সন্তানের জননী বুলবুলি খাতুন চলতি সালের ১৮ জানুয়ারি মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। মেহেরপুরের কৃতি এই দুই ভাই বোন মেহেরপুরের শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছেন।একই সাথে তাঁরা সকলের দোয়া কামনা করেছেন।