মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন ও মেহেরপুর -২ (গাংনী) আসনে সাহিদুজ্জামান খোকন বিএনপির প্রার্থিীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফরহাদ হোসেন ২য় বারের মতন এবং সাহিদুজ্জামান খোকন প্রথম বারের মত নৌকার মাঝি হলেন।
আজ রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর (৭৩) ১ ( সদর ও মুজিবনগর) আসনে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১,৯৭,০৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১৩,১৯২ ভোট । এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ আবুল কাশেম কাছেমী ১০২০, জাতীয় পার্টির আব্দুল হামিদ ৯৮০ এবং জাকের পার্টির সাইদুল আলম ৬০৭ ভোট। মেহেরপুর -১ আসনে বেসরকারীভাবে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন নির্বাচিত হয়েছেন।
অপর দিকে মেহেরপুর-(৭৪) ২ (গাংনী) আসনে আওয়ামীলীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন ১,৬৯,৩০১। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন পেয়েছেন ৭,৯০০ ভোট ।