নিউজ ডেস্ক
মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া সালাউদ্দিন শাহ সাধুর আশ্রমে গুরু আছের আলী শাহ এর মৃত্যুবাষিকী উপলক্ষ্যে ২দিন ব্যাপী সাধু সেবা অনুষ্ঠিত হয়েছে। দু’ দিনব্যপী অনুষ্ঠানে আলোচনা সভা, সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সালাউদ্দিন সাধুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুকুল শাহ, হারুণ শাহ, অনিল কুমার, সানাউললাহ কাসেম, রুহুল প্রমুখ। সাধু সেবা অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তগন যোগদান করেন।
