বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও বরণ

By মেহেরপুর নিউজ

February 02, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় এবং নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

রবিবার দুপুরের দিকে সাভারের মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য খাজা মইনুদ্দিন লিটন, মেহেরপুর পৌরসভার কাউন্সিলর জাফর ইকবাল প্রমুখ। পরে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।