মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল:
মেহেরপুর শহরের বড় বাজারস্থ জোৎস্না ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। অগ্নিকান্ডে কারখানায় রক্ষিত দু’টি ফ্রিজ,জেনারেটর সহ ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে।
ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি দেড় ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনে অাসে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কতৃপক্ষ।
ভোর বেলায় কারখানার শ্রমিকরা আগুন দেখতে পেয়ে মালিক ও দমকল বাহিনীকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে দমকল বাহিনীর দু’টি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এসময়ের মধ্যে পুড়ে যায়,কারখানার ভিতরে থাকা সবধরনের মালামাল।
মেহেরপুর ফায়ার সার্ভিস সিভির ডিফেন্সের ষ্টেশন অফিসার সেলিম রেজা জানান, বৈদ্যুতিক গোলযোগের কারনে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।