বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ছহিউদ্দিন প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

By মেহেরপুর নিউজ

February 18, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ছহিউদ্দিন ব্রিলিয়ান্ট প্রী-ক্যাডেট একাডেমীর উদ্যোগে মেহেরপুর কবি নজরুল শিক্ষামঞ্জিল মাঠে ছহিউদ্দিন প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছহিউদ্দিন ব্রিলিয়ান্ট প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ শামীম আরা হিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল শিক্ষা মন্জিলের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কৃত করা হয়।