মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসের কারণে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের জাহাঙ্গীর আলম পুটু এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
জাহাঙ্গীর আলম তার নামানুসরে সদর উপজেলার কোলার মোড়ে জাহাঙ্গীর মার্কেটের ১০ টি দোকান ব্যবসায়ীকে এক মাসের ভাড়া মওকুফ করে এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
জাহাঙ্গীর আলম পুটু জানান, সরকারি সিদ্ধান্ত মেনে সারাদেশের ন্যায় মেহেরপুরের চাঁদবিল – কোলার মোড় তার দশটি দোকান ভাড়া দেওয়া আছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে কদিন যাবত বন্ধ রাখার কারণে ওই দোকানের মালিকরা একপ্রকার বেকার জীবনযাপন করছে।
যে কারণে তিনি এক মাসের ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জাহাঙ্গীর আলম আরোও বলেন, আমার এই ক্ষুদ্র প্রয়াস ব্যবসায়ীদের কাজে লাগলে আমিও খুশি হব।